ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নড়াইলে অটোভ্যান চাপায় তিন বছরের শিশু নিহত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর এলাকায় বাড়ির পাশের সড়কে মায়ের সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী (মোটরচালিত) অটোভ্যানের চাপায় তিন বছরের শিশু ইয়াসমিন নিহত হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন কালিয়ার যাদবপুর গ্রামের ইয়ানূর ভূইয়ার মেয়ে। 

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।  

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালিয়ার রঘুনাথপুর-যাদবপুর সড়কে বাড়ির পাশে মায়ের সাথে যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় যাদবপুরগামী যাত্রীবাহী ভ্যান শিশু ইয়াসমিনকে চাপা দেয়।

শিশুটির বুকের ওপর ভ্যান উঠে গেলে তার মৃত্যু হয়। কিছু বুঝে ওঠার আগেই অটোভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যায়। ইয়াসমিনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি